আরজিকর মামলা থেকে অব্যাহতির আবেদন জুনিয়র চিকিৎসকের

পীযূষ চক্রবর্তী,
আরজিকর মামলায় নয়া মোড়। এবার আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চাইলেন এক জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করেন ওই জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে। এদিনই আলিপুর সিবিআই বিশেষ আদালতে আরজিকর আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল। শুনানি চলাকালীন আশিসের আইনজীবী বিচারককে জানান, তার মক্কেলকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আশিস নির্দোষ বলে দাবি করেন তার আইনজীবী। আশিসের আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় বার বার বিচারকের কাছে বলেন, তার মক্কেলকে অহেতুক এই মামলায় জড়ানো হয়েছে। অভিলম্বে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। এই মামলায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ এবং দেহরক্ষী আশরাফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন।

21:23