বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার জম্মু-কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে শ্রীনগর স্টেশনে সফলভাবে সম্পন্ন হল বন্দে-ভারত ট্রেনের ট্রায়াল রান।সাফল্যের সঙ্গে এই ট্রেন বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব ব্রিজ পার হয়ে গেছে।সরকারি ঘোষণা বা আভাস দেওয়া না হলেও অনুমান করা হচ্ছে যে ২০২৫ সালের মাঝামাঝি বা শেষের দিকে এই রুটে পরিষেবা শুরু হতে পারে।
এই বিশেষ বন্দে-ভারত ট্রেন জম্মু-কাশ্মীরের শীতের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রাখতে ডিজাইন করা হয়েছে।সাধারণ বন্দে-ভারত ট্রেনগুলির থেকে এটি কিছু বৈশিষ্ট্যে আলাদা।এতে আছে আধুনিক হিটার সিস্টেম এবং বায়ো টয়লেট।জম্মু-কাশ্মীরের শীতের আবহাওয়ার সঙ্গে সবসময় সামঞ্জস্য বজায় রাখতে পারবে এই ট্রেন।
আরও কিছু সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ রেল ব্রিজেও সফল ট্রায়াল রান হয়েছিল, যা দেশের প্রথম ঝুলন্ত রেল ব্রিজ। এই রুটে বন্দে-ভারত ট্রেন চালানো হবে বলে যে জল্পনা ছিল তা শনিবার সত্যি হয়ে উঠেছে।এইব ট্রায়াল রান উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় একটি বড় অগ্রগতি বলেই মানা হচ্ছে।