পীযূষ চক্রবর্তী: আর কিছুক্ষণ পরই শুরু হবে বহু প্রতীক্ষিত আরজিকর মামলার রায়দান। শিয়ালদহ আদালত চত্বরে শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। আরজি কর মামলার রায়ের দিকে একদিকে যেমন তাকিয়ে রয়েছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা অন্যদিকে নজর রাখছেন সাধারণ মানুষও।
গত ৮ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় জুনিয়র চিকিৎসকের দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। পরে আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। আরজি কর ঘটনার প্রেক্ষিতে তোলপাড় হয়ে ওঠে রাজ্য। প্রতিবাদে পথে নামেন সাধারণ মানুষ। কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। মহিলাদের পক্ষ থেকে ডাক দেওয়া হয় রাত দখলের। সমাজের সবস্তরের মানুষ আন্দোলনে সামিল হন। এই আন্দোলন ফরাসি বিপ্লবের কথা মনে করিয়ে দেয়। আন্দোলনে সামিল হন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই। রাজ্য, দেশ ছাড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে। ওই মামলায় সিবিআই চার্জশিটে শুধুমাত্র সঞ্জয় রায়ের নামই রেখেছে। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রশ্ন তোলেন মৃত চিকিৎসকের বাবা-মা। প্রশ্ন তোলেন অনেকেই। সেই মামলারই রায়দান আজকে। শিয়ালদহ আদালতের বিচারক কী রায় দেন এখন সেদিকেই তাকিয়ে সকলে।