ইউনূস সরকারের বিরুদ্ধে ফের সরব শেখ হাসিনা, অডিওবার্তায় জানালেন দেশকে রক্ষার আবেদন

বঙ্গবার্তা ব্যুরো,
এবার সরাসরি ‘মুহাম্মদ ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা’ করার বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।একের পর এক নারী নির্যাতনের ঘটনায় গোটা বাংলাদেশ যখন উত্তাল ঠিক তখনই তা নিয়ে সরব হলেন শেখ হাসিনা। ৯ মার্চ মধ্যরাতে হাসিনার দল আওয়ামী লীগ সমাজমাধ্যমে একটি অডিয়ো বার্তা প্রকাশ করে। বক্তব্যের শুরুতেই হাসিনা বলেন, “মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমায় বিদায় দেওয়ার পর বাংলাদেশের কী অবস্থা দেখুন। আজ মেয়েদের সম্মান নেই।”
বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ উত্তাল মাগুরার নাবালিকা ধর্ষণ কাণ্ডকে ঘিরে। ক্রমেই লাগামছাড়া অবস্থায় চলে যাচ্ছে বাংলাদেশের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি। বর্তমান আমলে মেয়েরা কী পোশাক পরবে না পরবে, কিংবা বাড়ি থেকে বেরোবে কি না, তা স্থির করে দেওয়া হয় বলে দাবি করেন হাসিনা। আওয়ামী লীগ আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে, তা সুনিশ্চিত করার পাশাপাশি কঠোর সাজার বন্দোবস্ত রেখেছিলাম।”
প্রায় ৯ মিনিটের একটি অডিও বার্তায় ওপার বাংলায় নারী নির্যাতন নিয়ে উদ্বেগের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে আক্রমণ করেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে হাসিনা বলেন যে ক্ষমতায় এসেছেন একজন সুদখোর, জঙ্গিনেতা ইউনূস। ওই ওডিও বার্তায় শেখ হাসিনা আরও বলেন, “ইউনূস নারী ক্ষমতায়ণ এবং দারিদ্র বিমোচনের কথা বলছেন। কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়?”