ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার সিদ্ধান্ত

Published by Subrata Halder, 17 June 2025, 11:33 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,

বর্তমান ইরান-ইসরায়েল সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশের মানুষকে ইরান থেকে ফিরিয়ে আনার সিধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (১৭ জুন) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছে।

ভারতের যত মানুষ তেহরানে আছেন, তারা যেন দ্রুত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ও তাদের ঠিকানা আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখার অনুরোধও জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস। এজন্য একাধিক হেল্প লাইন নাম্বার চালু করেছে দুতাবাস।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যান্য ভারতীয় নাগরিক, যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন, তাদেরও উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে যে, কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস।

মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় ইরানের উর্মিয়া শহর থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন ।

ইরানের আকাশ সীমা আগে থেকেই বন্ধ রয়েছে, তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই আজারবাইজান, তুর্কমেনিস্তান আর আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দের।
অন্যদিকে, প্রায় ৬০০ ভারতীয় শিক্ষার্থীকে তেহরান থেকে সরিয়ে নিয়ে কুমে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে প্রায় ছয় হাজার মানুষ সেখানে পড়াশোনা করেন।