ইস্ট বেঙ্গলের ছোঁয়া লেগেছে নাকি মোহন বাগানে?

Published By Subrata Halder, 06 May 2025, 08:28 pm

বঙ্গবার্তা ব্যুরো,
অসমের গুয়াহাটিতে অনূর্ধ্ব ১৭ এআইএফএফ এলিট ইউথ লীগের খেলায় বেঙ্গল ফুটবল একাডেমি মোহনবাগান কে ২-০ গোলে পরাস্ত করে। বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে দেব ধারা ও তানবীর দে গোল দুটি করেন। এর আগে ম্যাচগুলিতে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস কে ৫-১ গোলে ও কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়েছিল বিএফ এ। এদিন জয়ের ফলে গ্রুপ শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো তারা। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বেঙ্গল ফুটবল একাডেমির সমস্ত ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

06:02