
কোটি টাকার গয়না ও প্রাচীন মুদ্রা চুরির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল চেতলা থানার পুলিশ। যার মধ্যে বেশ কয়েকজন ওই বাড়ির পরিচারক-পরিচারিকা রয়েছে। উদ্ধার হয়েছে গয়না ও প্রাচীন মুদ্রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেতলা থানার রাজা সন্তোষ রায় রোডের একটি বাড়ি থেকে চুরি যায় প্রায় এক কোটি টাকা মূল্যের রুপোর গয়না, হিরের ব্রেসলেট, কানের দুল আংটি, প্রাচীন মুদ্রা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। গত ৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বাড়ির মালিক অমিত সিং। ওই সময়টা তাঁরা না থাকাতে বাড়ির চার পরিচারক-পরিচারিকা মিলে ওই কাজ করে বলে সন্দেহ হয় তাঁর। বহুতল আবাসনে অমিতদের বাড়িতে তারা শিশু দেখাশোনা সহ যাবতীয় কাজ করত।
অভিযোগের পরিপ্রেক্ষিতে চেতলা থানার পুলিশ ওই বাড়ির পরিচারিকা সরস্বতী রায়কে গ্রেফতার করে। তাকে জেরা করা হলে বাকি তিন পরিচারক-পরিচারিকা সমর নস্কর, ঝুমা দাস ও সুপ্রিয়া পুরকাইতের নাম উঠে আসে। ঝুমার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া বেশ কিছু গয়না। উদ্ধার হয় প্রাচীন মুদ্রাও। ধৃতেরা পুলিশকে জানায়, চুরির ঘটনায় তারা ছাড়া আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। এরপর পুলিশ মেটিয়াবুরুজ, গিরীশ পার্ক-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আরও সাত জনকে গ্রেফতার করে। এর আগেও শহরে একাধিক চুরির ঘটনায় পরিচারক-পরিচারিকাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বহু গ্রেফতারও হয়েছে। তারপরও অবশ্য পরিচারক-পরিচারিকাদের চুরিতে যুক্ত থাকার ঘটনা কমেনি। যা চিন্তায় বিষয় গৃহস্থের কাছে।