
আরজি কর হাসপাতালের রেশ কাটতে না কাটতে ফের শহরে ধর্ষণের অভিযোগ উঠল। এবার এক তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে এক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর ধর্ষণের ঘটনাটি ঘটলেও ৩১ ডিসেম্বর গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়। ওইদিনই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশকে অভিযোগকারী তরুণী জানান, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাই অভিযোগ করতে প্রায় ১০ দিন হয়ে যায়।
জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র শহরের একটি নামী কলেজে পড়াশোনা করছেন। তবে ওই তরুণী তাঁর সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছেন। অভিযোগকারী তরুণীও একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। দীর্ঘদিন পর ওই দুজনের মধ্যে যোগাযোগ হলে ওই ছাত্রী অভিযুক্তের সঙ্গে দেখা করতে তাঁর ঘরে আসেন। সেখানেই তরুণীকে মাদক খাইয়ে, অচেতন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
৩১ ডিসেম্বর অভিযোগ হলে ওইদিনই গড়ফা থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। জানা গিয়েছে, ওই ছাত্র বাগুইআটির বাসিন্দা। কলকাতার একটি নামী কলেজে পড়াশোনা করছেন। এই ঘটনার পর ফের একবার কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। যার রেশ এখনও চলছে। তবে এই ঘটনায় পুলিশ এতটাই সক্রিয় যে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।