রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর

বঙ্গবার্তা ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে শর্তসাপেক্ষে জামিন দেয় বিচার ভবন। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ওরফে বালুকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে রেশনের চাল বেশ কয়েকটি জায়গায় পাচারে প্রত্যক্ষ মদত দেওয়ার। মোটা টাকার বিনিময়ে জনগণকে যে চাল দেওয়ার কথা ছিল সরকারের, সেই চালই বালু বেশ কয়েকজন ঠিকাদারকে অর্থের বিনিময়ে দিয়েছিলেন। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন তিনি। রেশন পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকেও। যাঁকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল আর এক কেন্দ্রীয় সংস্থা ইডিকে।