বঙ্গবার্তা ব্যুরো,
আলিপুর আদালতে বয়ান রেকর্ড করা হলো কসবা আইন কলেজের নির্যাতিতা তরুণীর।
২৫ শে জুন ওই তরুণীকে কলেজের ভিতরেই গার্ড রুমে জোর করে তার দুই সহপাঠি ও কলেজের এক প্রাক্তন ছাত্র নেতা, যিনি আবার বর্তমানে ওই কলেজে কর্মরত ওই তিন জন মিলে তাকে শারীরিক ভাবে নিগ্রহ করে। এমন কি বাধা দিতে গেলে তাকে অত্যাচার করা হয়।
প্রায় তিনঘন্টা ধরে এই অপরাধ হয়, কসবা থানা লাগোয়া আইন কলেজে। পরে মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আজ নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে আলিপুর আদালতে। প্রায় আড়াই ঘণ্টা তার বয়ান নেওয়া হয়। কসবার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারি দল গঠন করলো সরকার। দ্রুত ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
অন্যদিকে কলেজের মধ্যেই এই ঘটনার প্রতিবাদে আজ গড়িয়া হাট মোড় থেকে কসবা মিছিলের ডাক দেয় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মিছিলে অংশ নিতে গড়িয়াহাটে পৌঁছন। পুলিশ তাকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়। প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ করলো দলের কর্মী সমর্থকরা