যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, জানিয়ে দিল বিএনপি

বঙ্গবার্তা ব্যুরো,
ক্রমেই অশান্তি বেড়ে চলেছে হাসিনাহীন বাংলাদেশে।বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের হাতে ঢাকার ৩২ ধানমন্ডি-সহ দেশের বিভিন্ন অংশে হামলার ঘটনা ঘটেই চলেছে। ডেভিল হান্টের নামে বাড়াবাড়ি রকমের বিরোধী মতের দমন চলছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতেই নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হচ্ছে বলে জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার রাতে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে পরামর্শের একটি অনুলিপি গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের একটি নামী সংবাদমাধ্যম এই তথ্য দিয়েছে।
অস্থিতিশীল পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, এবং অন্তর্বর্তী সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার কথা উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে লিখিতভাবে দেওয়া ‘অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস, বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে পরামর্শে’ বিএনপির মহাসচিব এসব কথা উল্লেখ করেন।
বিএনপি জানিয়েছে যে সরকার জনগণের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে মুনশিয়ানা দেখাতে পারছে না। জনগণের আশা-ভরসা, প্রত্যাশা দ্রুত কমে আসছে।বিএনপির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে -যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়।