ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

বঙ্গবার্তা ব্যুরোঃ ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।আগ্নেয়গিরির কাছে থাকা প্রায় ৩০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।বুধবার প্রথম দুর্গম এই দ্বীপের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা লক্ষ্য করা যায়।এ সময় প্রায় চার কিলোমিটার ওপরে ধোঁয়া দেখা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ আশেপাশের এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে।আগ্নেয়গিরির কাছাকাছি ১৩০০০মানুষ বাস করে।তার মধ্যে ৩০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এই আগ্নেয়গিরি এখনও বেশ জীবন্ত। ইন্দোনেশিয়ার বিভিন্ন আগ্নেয়গিরির এখনও ধারাবাহিক ভাবে অগ্ন্যুৎপাত করে চলে।প্রশান্ত মহাসাগরীয় “রিং অফ ফায়ার” এ অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।গত বছর ইবুতে বেশ কয়েকটি অগ্ন্যুৎপাত হয়েছিল। মে মাসে, এর আশেপাশের সাতটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন।