ক্ষমা ও সহিষ্ণুতা

অমৃত কথা

ক্ষমা কর, কিন্তু অন্তরের সহিত,ভিতরে গরম রেখে অপারগতাবশতঃ ক্ষমাশীল হ’তে যেও না।
ক্ষমা কর,কিন্তু ক্ষতি ক’রো না। বিচারের ভার, শাস্তির ভার আপন হাতে নিতে যেও না; অন্তরের সহিত পরমপিতার উপর ন্যস্ত ক’রে সংশোধনের পথে বাস্তবভাবে চলতে থাক-ভাল হবে।
কাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান কর, নিশ্চয় জেনো, পরমপিতা ঐ শাস্তি উভয়ের মধ্যে তারতম্যানুসারে ভাগ ক’রে দেবেন।
পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করঅনন্ত শান্তি পাবে। তুমি সত্যে অবস্থান কর,অন্যায়কে সহ্য ক’রে তা’কে মঙ্গলে নিয়ন্ত্রণ করতে থাক। প্রতিরোধ ক’রো না শীঘ্রই মঙ্গলের অধিকারী হবে। ‘সত্যানুসরণ’

10:51