খেলাকে অগ্রাধিকার, বিয়ে পিছিয়ে দিলেন ক্রিকেটার রিঙ্কু সিং

বঙ্গবার্তা ব্যুরো,
বাগদান হয়ে গেছে আগেই। কিন্তু নির্ধারিত দিনের বিবাহ হচ্ছে না রিঙ্কু সিং এবং প্রিয়ার। কারণ অবশ্যই ক্রিকেট। নভেম্বর মাসেই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটারের সঙ্গে সমাজবাদী পার্টির সাংসদের। ৮ ই জুন লখনউয়ে বাগদান অনুষ্ঠান হয় প্রিয়া সরোজের সঙ্গে রিঙ্কুর। দুই পরিবারের তরফ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া রাখা হয়েছিল।
এই বছর ১৮ ই নভেম্বর দুজনের বিয়ে হওয়ার কথা, ভ্যেনুও ঠিক হয়ে গেছে। বারাণসীর হোটেল তাজে দুজনের বিয়ের অনুষ্ঠানের বুকিং ও হয়, তবে সূত্রের খবর বিয়ে আপাতত স্থগিত।
কারণ কিন্তু রিঙ্কু সিং ভারতীয় জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওই সময় দেশের হয়ে খেলা থাকায় বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছে রিঙ্কু। হোটেল বুকিং এর তারিখ পিছিয়ে করা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে।
অক্টোবর-নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ আছে। রিঙ্কু টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড় । তার বাইরেও ঘরোয়া ক্রিকেট থাকবে। সব মিলিয়ে ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছেন এই ক্রিকেটার।
রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের প্রেম এখন হট টপিক। প্রায় চার বছর আগে দিল্লিতে কেকেআরের এক সতীর্থের মাধ্যমে রিঙ্কুর সঙ্গে প্রিয়ার পরিচয় হয়। প্রথমে তাদের বন্ধুত্ব এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয় যা এখন আজীবনের বন্ধনে পরিণত হতে চলেছে৷

06:49