জাল সার্টিফিকেট বিলি, দুই আধিকারিককে শো- কজ:

Upload By Jyotirmay Dutta at 26th March 2025 ,9:40 Pm IST

বঙ্গবার্তা ব্যুরো,
সাম্প্রতিক সময়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল নবান্নে। তদন্ত নেমে দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে তদন্তে নেমে রাজ্য সরকারের তরফ থেকে দুই অফিসারকে শোকজ করা হয়েছে। তারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অফিসার। দফতরের তরফ থেকে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, খড়গপুর এবং ব্যারাকপুর এই দুই জায়গায় ওই দুই ইন্সপেক্টর মর্যাদার দুজন অফিসার কে শোকজ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকারের কাছে খবর আসছিল কাস্ট সার্টিফিকেটের নামে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অভিযোগ হাতে পাওয়ার পর দেরী না করে তদন্ত শুরু করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তদন্তে খড়গপুর এবং ব্যারাকপুরের দুই অফিসারের যোগ থাকার প্রমাণ হাতে এসেছে। আর তারপরই এই দুই অফিসারের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে বিভাগীয় তদন্ত শুরু করেছে ওই দপ্তর। প্রসঙ্গত এই বিষয়টি নজরে আসতেই নবান্নের তরফ থেকে এই নিয়ে দফতরের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। নবান্নের নির্দেশ পাওয়ার পরই তদন্তে নামে দফতর, যে দুজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যে সার্টিফিকেট ভুয়ো দিয়েছে এই ঘটনা প্রায় দু’বছর পুরনো। দু বছর আগে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল অভিযোগ উঠেছে সেটাও জাল।
দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট। যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি কোন পদে রয়েছেন তা না দেখে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অন্তত ৪৫ জনের কাস্ট সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি এ ধরনের জাল সার্টিফিকেটের সাহায্যে গবেষণা করার অভিযোগ ওঠে। তারপরেই এই নিয়ে সতর্ক হয় প্রশাসন।

19:06