বঙ্গবার্তা ব্যুরো,
বাগান জুড়ে সাদা কালিতে বড় বড় অক্ষরে লেখা ‘গাজা ইজ নট ফর সেল’ অর্থাৎ গাজা বিক্রি নেই।পাশাপাশি সেই বাগানওয়ালা রিসর্টে চালানো হয়েছে ভাঙচুর।ঘটনাটি স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল রিসর্টের।শনিবার সকালে ওই রিসর্টে ভাঙচুরের ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে।যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তাতে কোথাও হাতুড়ির আঘাত, কোথাও বড় বড় পাথর ছোড়ার দাগ। ভাঙা জানলা, দরজার কাচ।জানা গেছে এই কাজ করেছেন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের সদস্যরা।

কিন্তু কেন ট্রাম্পের রিসর্টে এমন হামলা? আসলে ক্ষমতায় এসেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকেই পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেমন হবে সেই নতুন গাজা তা নিয়ে একটা এআই ভিডিও তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন।গাজার ভালর জন্য তা দখল নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।কিন্তু তার জন্যে শর্ত আছে বর্তমান গাজাবাসীকে এই উন্নত গাজা, নয়ন মনোহর গাজা তৈরির সময় চলে যেতে হবে অন্যত্র।
ট্রাম্পের উদ্দেশ্য যে কী তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।ট্রাম্পের এমন আগ্রাসী নীতির প্রতিবাদ করে সরব হয়েছে প্যালেস্তাইনের মানুষ, হামাস সহ বিভিন্ন আরব দেশ।এবার এরই জেরে এই হামলা ঘটিয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ট্রাম্প গাজাকে নিজের সম্পত্তির মতো মনে করে, যা খুশি তাই করতে পারে না – তারই প্রতিবাদ এটা।
