বাংলাদেশি হিন্দুদের রক্ষার্থে এবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ সনাতনী সংসদ

বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলার প্রতিবাদে এবার আন্তর্জাতিক স্তরে অভিযোগ জানাতে চলেছে সনাতনী সংসদ। পাশাপাশি দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার হওয়া ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের জন্য হাই কোর্টে আবেদন করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট জানিয়ে দেন ওই সংগঠনের সদস্যরা।
প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুনিধন চলছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে জমি দখল করে নেওয়া, মারধর করা সবই চলছে জোরকদমে। এমনকি অনেক ঘটনাতেই অপরাধীদের সঙ্গ দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলেও কোনও কিছুই হচ্ছে না। অসহায় অবস্থা সেদেশের সংখ্যালঘু হিন্দুদের। ইতিমধ্যেই ভারতসহ বিভিন্ন দেশের সনাতনীরা সোচ্চার হয়েছেন। ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির মধ্যে চলা বাংলাদেশি হিন্দুদের রক্ষা করতে এবার সনাতনী সংসদ রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হতে চলেছে। রাষ্ট্রপুঞ্জ যাতে অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচার বন্ধ করে সেই আর্জিও জানিয়েছেন তাঁরা।
এক সময় বাংলাদেশে বসবাস করা হিন্দুদের নিয়েই গঠিত হয়েছে সনাতনী সংসদ। যার সদস্যরা ভারত, আমেরিকা, কানাডা, সুইডেন, ইংল্যান্ডে বসবাস করেন। অতীতে সকলের পরিবারই বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে ভিটে মাটি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাই তাঁরা কট্টরপন্থী মৌলবাদীদের অত্যাচার সম্পর্কে ওয়াকিবহাল। ফলে ভারত সহ মহাশক্তিধর দেশগুলো যাতে হিন্দুদের ওপর চলতে থাকা লাগাতার হামলা রুখতে সক্ষম হয় সেই আর্জি জানিয়েছেন সনাতনী হিন্দু সংসদের সদস্যরা।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল ওই সংস্থা। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, সুইডেন থেকে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। যাঁদের মধ্যে অন্যতম সীতাংশু গুহ, পুষ্পিতা গুপ্ত, ইলা দত্ত, চিত্রা কর, অরুণ দত্ত উল্লেখযোগ্য। তাঁরা প্রত্যেকেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। বর্তমানে হিন্দুদের উপর যেভাবে বর্বরোচিত হামলা হচ্ছে তাতে অবিলম্বে বাংলাদেশের সনাতনীদের জন্য আলাদা প্রশাসনের দাবি করা হয়েছে। ব্রিটেনের লেবার পার্টির কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত বলেন, বাংলাদেশে মৌলবাদীদের সরকার চলছে। ওই মৌলবাদীরা সে দেশে হিন্দুদের থাকতে দেবে না।’ সংখ্যালঘু হিন্দুদের জন্য তিনি আলাদা রাষ্ট্রেরও দাবি করেন।
এদিকে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস এদিনও জামিন না পাওয়ায় তাঁকে জেলের মধ্যে খুন করা হতে পারে বলেও আশঙ্কা করছেন সনাতনী সংসদের সদস্যরা।