
ফের জামিনের আবেদন খারিজ হয়ে গেল ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের। বৃহস্পতিবার চট্টগ্রাম দায়রা আদালত ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। প্রায় আধ ঘণ্টা ধরে শুনানি চলে। বিচারক মহম্মদ সফিকুল ইসলাম চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দিয়ে জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। তাই জামিন দেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে।