শিক্ষা নিয়ে সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে মালালা

বঙ্গবার্তা ডেস্কঃ মেয়েদের শিক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শনিবার পাকিস্তানে পৌঁছেছেন নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানের মেয়ে হয়েও এখন তিনি সে দেশে থাকেন না। দেশে ফিরতে পারার ভাললাগাটা বর্ণনা করতে গিয়ে মালালা জানিয়েছেন যে তিনি ‘অভিভূত’।মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করেন নোবেলজয়ী মালালা।২০১২ সালে তিনি যখন স্কুলে পড়তেন, সে সময়ে পাকিস্তানের তালিবান জঙ্গিরা স্কুলবাসের ভেতরে তাঁকে গুলি চালিয়ে খুন করার চেষ্টা করে।গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়।
যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই সময় মালালা ছিলেন প্রতিবাদী এক কিশোরী। দীর্ঘ চিকিত্সায় সুস্থ হয়ে ফের মালালা পিছিয়ে থাকা দেশের সমস্ত অল্পবয়সীর শিক্ষার দাবিতে সরব হন।পান নোবেল পুরস্কার।মাত্র ১৭ বচর বয়সে নোবেল পেয়ে বিশ্বে তিনিই সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মালালা নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন। প্রাণনাশের ঝুঁকি থাকায় ২০১২ সালের পর মালালা হাতে গোনা দু–একবার পাকিস্তানে গেছেন। শনিবার মা–বাবার সঙ্গে ইসলামাবাদের কনফারেন্সে আসার পর মালালা বলেন, ‘পাকিস্তানে ফিরতে পেরে আমি সত্যি সম্মানিত, অভিভূত ও আনন্দিত।’
ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে দু- দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে মুসলমান–অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা পাকিস্তানে এসেছেন।শনিবার সকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন।রোববার ইউসুফজাইয়ের সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, পাকিস্তান তীব্র শিক্ষা সংকটের মুখোমুখি। দেশটিতে ২ কোটি ৬০ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। এদের অধিকাংশই দারিদ্র্যের কারণে স্কুলে ভর্তি হতে পারছে না।