ব্যতিক্রমী দণ্ড, ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প

বঙ্গবার্তা ডেস্কঃ ব্যতিক্রমী দণ্ড পেলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন যুক্তরাষ্ট্রে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা নয় বরং ‘শর্তহীন মুক্তি’ দিয়েছে। শুক্রবার নিউইয়র্কের বিচারক এই দণ্ড ঘোষণা করেন।
প্রেসিডেন্ট পদে বসার আগে বিপদ আরও বাড়ল হবু মার্কিন প্রেসিডেন্টের।পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন আগেই। তবে এই মামলায় সাজা ঘোষণার উপর স্থগিতাদেশ চেয়েও হতাশ হতে হল ডোনাল্ড ট্রাম্পকে। শুক্রবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত।
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা পেতে পারেন এমন আশঙ্কা ছিল।মামলা স্থগিত করার তাঁর চূড়ান্ত আবেদন খারিজ করে দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট ৷ শপথ নেওয়ার কয়েকদিন আগে আদালতের এই রায়ে চিন্তিত ছিলেন ট্রাম্প ও তাঁর সমর্থকরা ৷
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হন তিনি।প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত থাকায় ভোটে লড়ার ক্ষেত্রে তেমন কোনও বাধার সম্মুখীন হতে হয়নি তাঁকে। তবে অবশ্য প্রেসিডেন্ট ইলেক্ট ঘনিষ্টদের দাবি ছিল ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে এই রায়ের কোনও প্রভাব পড়বে না ৷ কারণ, বিচারক আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারদণ্ডের কোনও সম্ভাবনা নেই ৷ আইনজ্ঞদের বিশ্লেষণ ছিল ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের সাজা হতে পারত তাঁর। শর্তহীন মুক্তি হলো এমন একটি পদক্ষেপ, যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তাঁর ওপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না।