তথ্যপ্রযুক্তির প্রয়োগ কি সাংবাদিকতাকে পাল্টে দিচ্ছে ?

বঙ্গবার্তা ব্যুরো, অনির্বাণ বৈঠা

তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নাগরিক জীবনে বিপুল পরিবর্তন এনেছে ঠিকই, তবে এর সুবিধা ও অসুবিধা উভয় দিক রয়েছে। সঙ্কটের মোকাবিলায় সচেষ্ট মানুষ । পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পুরোনো আইনের সংশোধন করে নতুন আইন এসেছে। তবুও সত্য এবং মিথ্যা রুখতে চলছে নিরন্তর লড়াই।

ডিজিটাল যুগেও কোনও কিছুই লুকিয়ে রাখা যায় না। তবুও মানুষ সেই কাজে সচেষ্ট । তথ্য ও প্রযুক্তি আইন সাংবাদিকতার ক্ষেত্রে কতখানি উপযোগী বা তার প্রভাব ব্যাখ্যা করে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার বলেন যত যাই উদ্ভাবন হোক, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা তার প্রাণ স্বরূপ। কোনো প্রযুক্তির মোড়কে এই শর্ত টিকে বিসর্জন দিলে সেটি বৃহত্তর অন্যায়। গণতন্ত্রে মতামত গঠনের ক্ষেত্রে সেটি মারাত্মক।

পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে রবিবার কলকাতায় ৫৫ তম বার্ষিক সাধারণ সভায় উঠে এলো গণমাধ্যমের বর্তমান নানা দিক। জার্নালিজম ইন দ্য ডিজিটাল এজ ইভলভিং উইথ টেকনোলজি শীর্ষক এই আলোচনায় উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণজ্ঞাপন ক্ষেত্রে যুক্ত ব্যাক্তিত্ব। সাইবার সুরক্ষার বিষয়টি নিয়েও তাদের মতামত জানান।

16:02