তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত যোগেশ কলেজ

পীযূষ চক্রবর্তী,
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল যোগেশচন্দ্র কলেজ। মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের এক গোষ্ঠীর লোকেরা আর এক গোষ্ঠীর লোকজনকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। রেয়াত পাননি কলেজের ছাত্রীরাও। মারধরের পাশাপাশি কলেজের ছাত্রীদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ৯৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের লোকজন হঠাৎই ওই কলেজে এসে হামলা চালায়। কাউন্সিলর ঘনিষ্ঠ সলমান খান দলবল নিয়ে যোগেশচন্দ্র চৌধুরি কলেজ সংলগ্ন ইন্দ্রানী পার্কে আচমকাই হামলা চালায়। সেই সময় আসেপাশে থাকা পড়ুয়াদের উপর চড়াও হন অভিযুক্তরা। মারধর করা হয় কাউন্সিলর বিরোধী হিসেবে পরিচিত পড়ুয়াদের উপর মারের আঘাতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। বাদ যাননি ছাত্রীরাও। ছাত্রীদের মারধরের পাশাপাশি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এমনকি তাদের ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রীদের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্রছাত্রীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

18:49