Upload By Jyotirmay Dutta at 27th March 2025 ,12:43 Pm IST
বঙ্গবার্তা ব্যুরো,
দাবানলের গ্রাসে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া। এই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলের গ্রাসে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। ২৬ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন। দাবানলের কারণে ২৩ হাজারের মতো মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। সেদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলের রেকর্ড গড়েছে এই বনাঞ্চলের আগুন।
আগুনে উইসেয়ং শহরের ১ হাজার ৩০০ বছরের পুরোনো মন্দির পুড়ে গেছে। ওই শহরের অনেক সাংস্কৃতিক নিদর্শন সরিয়ে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেছেন, ‘নজিরবিহীন এই সংকট আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের রেকর্ড গড়েছে।’ রাতভর ভয়ংকরভাবে দাবানল জ্বলেছে। এই ঘটনার জেরে অসংখ্য এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু রাস্তাও বন্ধ রাখা হয়েছে।
গত শুক্রবার সানচেয়ং কাউন্টিতে দাবানলের সূত্রপাত হয়। সিউলের দক্ষিণ-পূর্ব এলাকায় ১২টিরও বেশি অবস্থানে দাবানল জ্বলতে শুরু করে। দীর্ঘদিন ধরে চলা খরা এবং অত্যন্ত শুষ্ক হাওয়ার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল। আগুন উইসেয়ং কাউন্টিতে ছড়িয়ে পড়ে। দাবানলের এ ঘটনায় মঙ্গলবার সর্বোচ্চ সতর্কতা জারি করে জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা। বুধবার উইসেয়ংয়ের পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার ধ্বংস হয়ে এক পাইলটের মৃত্যু হয়।দাবানলের গ্রাসে ১৭ হাজার হেক্টরের মতো বনাঞ্চল ধ্বংস হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার আগুন নেভানোর কর্মীর পাশাপাশি পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।