
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ফোন করলেন বাংলাদেশে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। সাম্প্রতিক বাংলাদেশে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে রবীন্দ্রর সঙ্গে কুণালের আলোচনার জন্যই এই ফোন মারফত যোগাযোগ বলে মনে করা হচ্ছে। নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তৃণমূল নেতা কুণালকে রবীন্দ্র ডেকে পাঠিয়েছেন তাঁর ছেলের বাড়িতে।
এই বৈঠক রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বিজেপি রাজ্য নেতৃত্ব যেভাবে বাংলাদেশ ইস্যু নিয়ে আন্দোলন শুরু করেছে তাতে যাতে রাজনৈতিক সমীকরণ না হয় তাই ২০২৬-এর বিধানসভা ভোটের প্রেক্ষিতে এই বৈঠক তৃণমূলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। বিজেপি বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই নেমে পড়েছে ময়দানে। সেদেশে সংখ্যালঘু নিধনকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেখানে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে তৃণমূলের প্রথম সারির নেতা কুণালের এই বৈঠক যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই আলোচনায় কোন কোন বিষয়ে কুণাল এবং রবীন্দ্রর মধ্যে কথা হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।