পোলেরহাটে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ

পীযূষ চক্রবর্তী,
মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মানসিক ভারসাম্যহীন ওই মহিলার বাড়িতে কেউ ছিলেন না। তার মা কাজে গিয়েছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে ওই পাড়ারই এক যুবক। তাকে ধর্ষণ করে ওই যুবক। পরে তার মা বাড়িতে এলে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা। মাকে বিষয়টি বললে এরপর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।