বঙ্গবার্তা ব্যুরো,
নৈহাটিতে অনূর্ধ্ব-২১ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগের বড় ম্যাচে মোহনবাগান এসজি ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গলকে। ম্যাচে একমাত্র গোল টংসিনয়ের। প্রথমার্ধে গোল না এলেও মোহনবাগানের আক্রমণের ঝাঁজ ছিল বেশিই। একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কোনও দলই। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও বেশি আক্রমণাত্বক খেলতে শুরু সবুজ-মেরুন।
৫৯ মিনিটে সতীর্থের মাটি ঘেঁষে আসা পাস থেকে ঠান্ডা মাথায় বল বিপক্ষের গোলে পাঠিয়ে দিতে ভুল করেনি টংসিন। বক্সে বলের জন্য অপেক্ষা করা টংসিনকে মার্কই করেননি ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা। ফলে অবলীলায় গোল করে গেলেন তিনি। পেনাল্টি মিস ইস্টবেঙ্গলের
গোল খাওয়ার পর তা শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। ৬১ মিনিটে পেনাল্টি পায় লাল হলুদ। রাজ বাসফোরের বুকে বল লাগলে তা পেনাল্টি দেন রেফারি। এই নিয়ে তুমুল বিতর্ক হয়। কিন্তু রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। সেই পেনাল্টিও নষ্ট করলেন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। বারের উপর দিয়ে শট মারলেন তিনি। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। ফলে ১ গোলে জিতেই মাঠ ছাড়ল মোহনবাগান। ডার্বিতে দারুণ রেকর্ড মোহনবাগানের
এর আগে অনূর্ধ্ব-১৫ ইয়ূথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারাল মোহনবাগান। অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন এর লিগের প্রথম পর্বের বড় মোহনবাগান হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। অনূর্ধ্ব ১৫ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে দিয়েছি মোহনবাগান। অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান ।
জুনিয়রদের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের
