দাম্পত্যের সম্পর্ক ভালো রাখবেন কিভাবে: বঙ্গবার্তা বিশেষজ্ঞ

পুরুষ ও মহিলার বিবাহিত জীবন সুখের হয় বিভিন্ন কারণে। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু সমস্যার জন্য দাম্পত্য জীবনে অনেকেরই সম্পর্ক ভালো নয়। কিভাবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে তাই নিয়েই আজ আমাদের বিশেষজ্ঞের প্রতিবেদন। বিবাহিত জীবনে কয়েকটি অভ্যাস রপ্ত করলেই দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে
ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার একদম প্রথম পর্বে সম্পর্ক বেশ ভালো থাকলেও ধীরে ধীরে সঙ্গীর প্রতি আগ্রহ অনেকেরই কমে যায়,এর ফলে বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব। এমনকি এই দূরত্ব থেকে ঘটে যায় অনেক সময় বিচ্ছেদও তার ভুরি ভুরি প্রমাণ আছে।

তাই দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে দুজনেরই উচিত একে অন্যের সঙ্গে খোলাখুলি কথা বলা ও বেশী করে ব্যক্তিগত সময় দেওয়া । কয়েকটি অভ্যাস রপ্ত করলেই দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে-

যে কোনো কাজে সঙ্গীকে সমর্থন করুন
সঙ্গীর প্রতি আপনি যতটা সহজ-সরল ও সৎ হবেন, তিনিও আপনাকে ততটাই ভালোবাসবেন এটাই দস্তুর । আপনার বিশেষ কিছু গুণের কারণে সঙ্গী প্রতিদিনই আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। তার প্রতিটি কাজকে সমর্থন করুন। তার পাশে থাকুন ও সাহস দিন যেকোনো পরিস্থিতিতে।

আলাদা সময় রাখুন
বেশিরভাগ দম্পতিদের মধ্যেই অশান্তি কিংবা দূরত্বের সৃষ্টি হয় মূলত একে অন্যকে সময় না দেওয়ার কারণে। বর্তমানে সবাই কর্মব্যস্ত সময় কাটান, এ কথা সত্যিই। তবে দিনশেষে অবশ্যই সঙ্গীকে সময় দিতে হবে এটা কোন কারণেই ভুললে চলবে না। ।তাহলেই সম্পর্ক ভালো থাকবে, এমনকি নিজেদের মধ্যকার বোঝাপোড়াও বাড়বে। মনে রাখবেন, আপনার বিপদে-আপদে এমনকি জীবনের সব ক্ষেত্রেই কিন্তু পাশে থাকবেন শুধুমাত্র আপনার সঙ্গীই । তাই তাকে খুশি রাখুন ও সময় দিন প্রতিটি সম্পর্কের মধ্যেই উত্থান-পতন থাকে। তাই বলে অশান্তি কিংবা ঝগড়ার কারণে একে অন্যের সঙ্গে কখনো রাগ করে দুরত্ব বাড়াবেন না। এতে সম্পর্ক আরও খারাপ হতে থাকে।
যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটান। দেখবেন সম্পর্ক আবারও প্রাণ ফিরে পাবে ও একে অন্যের প্রতি আরও ভালোবাসা বোধ করবেন।

সব কাজ ভাগ করে নিন
সংসারে একে অন্যকে সাহায্য করা সব দম্পতিদেরই উচিত। এক্ষেত্রে সঙ্গীকে সময়ও দেওয়া যায় আবার দু’জনে মিলে কাজ ভাগাভাগি করে তা দ্রুত সম্পন্নও হয়। সঙ্গীকে বিভিন্ন কাজে সহযোগিতা করলে আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা দুটোই বাড়বে।

সঙ্গীর প্রশংসা করুন
বিভিন্ন কাজে সঙ্গীর প্রশংসা করুন। এতে সঙ্গী আপনার প্রেমে পড়বেন নতুনভাবে। অনেকেই সঙ্গীর প্রশংসা মনে মনে করলেও মুখে উচ্চারণ করেন না। আপনার মনে হতে পারে, দাম্পত্যে এটি কোনোভাবে প্রভাব ফেলবে না।

তবে মনে রাখবেন, সঙ্গীর প্রশংসা করলে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন না বরং তিনি খুশি হবে আপনার প্রতি। এমনকি আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা দুটোই বাড়বে।