শ্বেতাঙ্গ নির্যাতন বিতর্ক, দক্ষিণ আফ্রিকাকে সাহায্য বন্ধের হুমকি আমেরিকার

বঙ্গবার্তা ব্যুরো,
প্রেসিডেন্ট পদে বসেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো, কানাডা, চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধের পর এবার দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পুনরায় বিতর্কের সূত্রপাত করেছেন। যতক্ষণ না সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয় ততদিন তিনি দক্ষিণ আফ্রিকাকে সব ধরনের সাহায্য বন্ধের হুমকি দিয়েছেন।
ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট জমানা থেকেই এই বিতর্ক চলে আসছে।এবার দ্বিতীয় জমানাতেও ক্ষমতায় এসেই তিনি ফের এই ইস্যু সামনে এনেছেন। সত্যতা প্রমাণ না হলেও, তাঁর অভিযোগ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি জবরদখল এবং তাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। ২০২৩ সালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমেরিকা দক্ষিণ আফ্রিকাকে ৪৪ কোটি ডলার আর্থিক সাহায্য দিয়েছে। তবে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ট্রাম্প ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার সাহায্য ৯০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের এই হুমকির পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কী পদক্ষেপ করেন সেটাই দেখার। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগীতা চালিয়ে যেতে তিনি আগ্রহী বলেই এক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।