বাংলাদেশ নিয়ে উদ্বেগে আন্তর্জাতিক মহল

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আন্তর্জাতিক মহলে বিরূপ প্রভাব ফেলেছে। যে ঘটনা গুলি ঘটছে সেগুলোকে বাংলাদেশের কেয়ার টেকার সরকার যতই বলুক এই ঘটনা দেশের আভ্যন্তরিক সমস্যা , সেই মন্তব্য আন্তর্জাতিক মহল মেনে নিতে পারছে না।
ভারতের জাতীয় পতাকা ইউনিভার্সিটির গেটে পায়ের তলায় পদপিষ্ট করা হচ্ছে, অথচ বাংলাদেশ সরকার নীরব। অথচ এই বাংলদেশ স্বাধীন করার জন্য ভারতীয় সেনার অবদান তাদের স্মরণে থাকা উচিত ছিল। কিন্তু তার বিপরীত ঘটনা ভারত বিরোধী জিগিরের ঘটনা কে স্পষ্ট করে দিচ্ছে।
বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে তার নিজের দেশের সংখ্যালঘু মানুষ জনের জান,মান সম্পত্তি,মন্দির ও গির্জা রক্ষা করতে।
অন্যায় ভাবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ প্রায় ২০ জন কে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে । ৭০ জন ইসকন সন্ন্যাসী ভারতে আসতে চাইছেন ,কিন্তু বাংলাদেশ সরকার জোর করে তাদের আসতে বাধা দিচ্ছে,যাতে ওখানকার ভয়াবহ অত্যাচার ভারত সহ অন্য দেশ জানতে না পারে। ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে নীরব । বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা হিন্দু সেন্টিমেন্টের জিগির তুলে বাজার গরম করার চেষ্টা করছে ঠিকই। অথচ কেন্দ্রে তাদের সরকারের কাছে দাবি জানাচ্ছে না যে, বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চালানোর জন্য,
বা দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য। বিদেশ মন্ত্রক থেকেও কোনো ঘটনায় আশ্বাস মিলছে না।

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসএর পক্ষ থেকে আগামী কাল মঙ্গলবার ৩রা ডিসেম্বর, বেলা ১২-৩০ টায় টলিগঞ্জ ফাঁড়ির মোড়ে বাংলাদেশে কেয়ার টেকার সরকারের প্রধান মোঃ ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করা হবে ।
পড়ানো হবে মোঃ ইউনূসের কুশ পুতুল।

প্রদীপ প্রসাদ
সভাপতি,
দক্ষিন কলকাতা জেলা কংগ্রেস।