লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বিপুল ক্ষয়ক্ষতি, বাড়ছে মৃত্যু

বঙ্গবার্তা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি এখনও।গত দু- দিনে ঝোড়ো বাতাসের কারণে প্রচণ্ড বেগে দাবানল ছড়িয়েছে।শেষ পাওয়া খবর অনুযায়ী দাবানলে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় ৩১ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।দাবানলে ঘরবাড়ি পুড়ে যাওয়া মানুষদের দলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সিনেমা তারকা, শিল্পপতি ও বিখ্যাত ব্যাক্তিও আছেন।লস অ্যাঞ্জেলেস এলাকায় বৃহস্পতিবার সকালে ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষকে এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।একাধিক এলাকায় দাবানলের মোকাবিলা করছেন দমকল কর্মীরা।২ লক্ষ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


হলিউড এলাকার পাশাপাশি প্যাসিফিক প্যালিসাডেস, আলটাডেনা, প্যাসাডেনা ও সিলমারে দাবানল ছড়িয়ে পড়েছে।হাজার হাজার হেক্টর পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আগুন এখনও ছড়িয়ে পড়ছে।স্থানীয় দমকল কর্মীদের সাহায্য করতে ন্যাশনাল গার্ড বাহিনীর দুই হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে।কিন্তু কেন এভাবে ছড়িয়ে পড়ছে দাবানল? আবহাওয়াবিদরা বলেছেন, শুষ্ক অবস্থা এবং জোরালো বাতাস দাবানল ছড়িয়ে দেওয়ার জন্য সহায়ক হিসাবে কাজ করছে এবং শুক্রবার পর্যন্ত তা বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেসরকারি আবহাওয়া সংস্থা একিউওয়েদার-এর তথ্য অনুসারে, দাবানলে ১৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১৫ হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল মোকাবিলায় অর্থ বরাদ্দ করতে ক্যালিফর্নিয়ার জন্য ফেডারেল জরুরি ঘোষণাপত্রে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।পাশাপাশি ইতালি সফরও বাতিল করেছেন তিনি।