
বঙ্গবার্তা ব্যুরো,
নিজের গড়েই বড় ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। প্রসঙ্গত এ দিন সকালেও রাজ্য বিধানসভায় এসেছিলেন তিনি। বিধায়ক হিসেবে হাজিরার খাতায় সইও করে গিয়েছেন। তারপরেই তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দিলেন। জেলা সভানেত্রীর পদ যাওয়ার পরে থেকেই ক্ষুব্ধ ছিলেন তাপসী। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, কোনো বিধায়ককে জেলা সভাপতি করা হবে না। এরপরেই তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখানোর সিদ্ধান্ত নেন। গতকাল কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করে যান তাপসী। তারপরেই আজ যোগ দিলেন শাসক শিবিরে। এদিন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক
অরূপ বিশ্বাসের উদ্যোগে তৃণমূলে যোগদেন তিনি। এদিন তাপসী মন্ডলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির স্টেট কমিটির মেম্বার এবং জেলা কোর কমিটির সদস্য শ্যামল মাইতিও।
তৃণমূলে যোগ দিয়ে, তাপসী মন্ডল জানিয়েছেন, বাংলায় যেভাবে বিভাজনের রাজনীতি হচ্ছে তা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করতেই বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি। তিনি বলছেন, বিভাজনের রাজনীতির প্রতিবাদ করেছিলেন দলের মধ্যে থেকেই। তারপরেও যখন দেখছেন কাজ হচ্ছে না বাধ্য হয়েই দল ছাড়ছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তিনি আগামী দিনের হলদিয়ার উন্নয়ন করতে চান।
অন্যদিকে শ্যামল মাইতি জানিয়েছেন, নানা ভাষা নানা মত নানা ধর্মের ভিত্তিতে আমাদের দেশ ভারত বর্ষ। সেই ঐতিহ্য বহন করে বাংলা। কিন্তু আমরা লক্ষ্য করিছি বিজেপির এক লিডার একটা হিংস্র রাজনীতি করার চেষ্টা করছে। এদিন তার বিরোধিতা করেই আজ বিজেপি ছাড়লাম।
এ দিকে এদিন নিজের গড়ের এই বিধায়ককে হারানোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাপসী মন্ডলের দলবদলের কোন প্রভাব বিজেপির উপর পড়বে না। কোন হিন্দুত্ববাদী মানুষ ২৬ শে তাকে সমর্থন করবেন না।
প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা তথা তৎকালীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই সিপিএম থেকে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তাপসী মন্ডল। এরপর বিজেপি টিকিট লড়াই করে হলদিয়ার বিধায়ক হয়েছিলেন। এবার তিনি দল বদলে ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন। যতদুর খবর এদিন সকালে এম এল এ হোস্টেল থেকে তাকে তৃণমূল ভবনে নিয়ে যান তৃণমূল নেতা তন্ময় ঘোষ। একই গাড়িতে তারা তৃণমূল ভবনে যান তারা। আর সেই জায়গা থেকে তাপসী মন্ডলের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান একটা বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।