স্বপ্ন পূরণের নতুন দ্বীপ সুবর্ণদ্বীপ

জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যুব আদর্শের পথ প্রদর্শক বলতে যাঁকে বোঝানো হয় সেই নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দের আজ জন্মদিবস। বিবেকানন্দের জন্মদিনে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে অনাথ এবং বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের পড়াশোনা ও মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন কলকাতা পুলিশের কনস্টেবল আরিফুল ইসলাম মণ্ডল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত হাসনাবাদের বাসিন্দা আরিফুল দীর্ঘদিন ধরেই জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে তৈরি করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা। যে সংস্থা মানুষের সেবায় বিনামূল্যে ওষুধ বিলি, রক্তদান শিবির, চক্ষুদান শিবির করে থাকে। পাশাপাশি ওই সমস্ত দীর্ঘদিন ধরে অনাথ ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্কুল তৈরি করেছে। রবিবার স্বামী বিবেকানন্দর জন্মদিবসের দিন আর একটি আবাসিক স্কুল চালু করল সংস্থা। আপাতত ১২ জন অনাথ এবং বিশেষভাবে সক্ষম ছেলেমেয়ে সেখানে থাকবে। সংস্থা আশাবাদী আগামী দিন তারা আরো বেশি সংখ্যক পিছিয়ে থাকা ছেলেমেয়েদের ভরণ পোষণ করতে পারবে। আরিফুল ইসলাম এর পাশে এসে দাঁড়িয়েছেন অনেক মানুষ যাদের মধ্যে রয়েছেন সমীরণ পালের মত অনেক সরকারী অফিসাররা।