সাগরে নিরাপত্তায় ডগ স্কোয়াড

সিমন্তিনী সাহু:এই প্রথম গঙ্গাসাগর মেলায় NDRF তরফে নামানো হলো ডগ স্কোয়াড। বস্কো এবং ম্যাক্সি নামের এই দুই কুকুর এনডিআর এফের সঙ্গে জলপথ এবং স্থলপথে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে। এনডিআরএফ সেকেন্ড ব্যাটেলিয়নের ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন এই বছর ডগ স্কোয়াডের সঙ্গে রয়েছে একজন ডিপ ডাইভার স্পেশালিস্ট। সাগর স্নানে কেউ যদি জলে ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ডিপ ডাইভার স্পেশালিস্ট। ৭০ জনেরও বেশি এনডিআরএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সাগর মেলা প্রাঙ্গণে। ২৪ ঘন্টা সাত দিন ১০ জনের বেশি মহিলা ইন্ডিয়ার জমান জলপথে নজরদারি চালাচ্ছে।।