
বঙ্গবার্তা ডেস্কঃ সামনেই দিল্লির বিধানসভা ভোট।আর সেই ভোটে ভোটারদের প্রলোভিত করতে একের পর এক প্রকল্প ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতিক দল।এবার দিল্লিতে ক্ষমতায় এলে কর্মহীন যুবক যুবতীদের এক বছর ধরে মাসে মাসে ৮ হাজার ৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। রবিবার সাংবাদিক বৈঠকে নতুন প্রকল্প চালুর ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শচীন পাইলট। তিনি জানিয়েছেন, “আমরা ক্ষমতায় এলে দিল্লির প্রতিটি বেকার যুবককে মাসে ৮৫০০ টাকা করে আর্থিক সাহায্য করব। শিক্ষিত অথচ এক বছর ধরে বেকার এমন যুবকরা এই প্রকল্পের আওতায় পড়বেন। এটা শুধু আর্থিক সাহায্য নয়, যে ক্ষেত্রে তাঁরা প্রশিক্ষিত সেই সব ক্ষেত্রে তাঁদের নিয়োগ করার চেষ্টা করবে আমাদের সরকার।”
এর আগে দিল্লির মহিলাদের জন্য বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে ‘পেয়ারি দিদি’ প্রকল্পের ঘোষণার করেছে কংগ্রেস। তাতে বলা হয়েছে জিতে এলে যেখানে প্রতিমাসে রাজ্যের মহিলাদের ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে, যেমনটা কংগ্রেসের পক্ষ থেকে কর্নাটকে চালু করা হয়েছে।
দিল্লির নির্বাচনের আগে এই নিয়ে তৃতীয় প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিল কংগ্রেস।‘পেয়ারি দিদি’র পর ৮ জানুয়ারি বড় ঘোষণা করে কংগ্রেস। ভোটে জিতলে জীবনরক্ষা যোজনার আওতায় ২৫ লক্ষ টাকার বিনামূল্যে বিমা কভারেজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা। দিল্লির ভোটে জিততে প্রায় সব দলেরই হাতিয়ার হয়ে উঠেছে অনুদান।
প্রসঙ্গত,আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৫ বছরের মেয়াদ ফুরোতে চলেছে। দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট হতে চলেছে আগামী ৫ ফেব্রুয়ারি । ভোটের ফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। গত মঙ্গলবার থেকেই দিল্লিতে আদর্শ আচরণ বিধি লাগু করা হয়েছে।