দিল্লিতে পালিত জাতীয় ভোটার দিবস

National Voter's Day Celebrated in Delhi: Engaging Youth for Better Voter Turnout


বঙ্গবার্তা ব্যুরো,

২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস । ২০১১ সাল থেকে এই দিনকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা শুরু হয়। যার মূল উদ্দেশ্য, সাধারণ মানুষকে ভোট দেওয়ার বিষয়ে উৎসাহী এবং সচেতন করে তোলা। এর পাশাপাশি সারা দেশে ভোটদানের হার বাড়ানোও এই ভোটার দিবস পালনের বড় লক্ষ্য।


দিল্লিতে ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এই উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে, কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একাধিক অনুষ্ঠান করা হয়। ছিল নাচ-গানের অনুষ্ঠান। কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যুইজের আয়োজন করা হয়।


নতুন প্রজন্মকে ভোট দানে আগ্রহী করে তোলার ক্ষেত্রে এই ধরণের অনুষ্ঠান বড় ভূমিকা নিতে পারে বলেই নির্বাচন কমিশন মনে করে। ইদানিং বেশ কয়েকটি ভোটে প্রদত্ত ভোটের হার ভাল না হওয়ায় এই ধরণের অনুষ্ঠান আরো বেশি করার ওপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন।