বঙ্গবার্তা ব্যুরো,
২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণ করার পথ এখন পুরোপুরি সুগম হল। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার প্রত্যর্পণের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে, ভারতের বহুদিনের দাবি পূরণের পথে আর কোনও আইনি বাধা রইল না।
তাহাউর রানা, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক এবং শিকাগোর একজন প্রাক্তন ইমিগ্রেশন কনসালটেন্ট, তার স্কুলজীবনের বন্ধু ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে মিলে ২৬/১১ মুম্বই হামলার পরিকল্পনায় জড়িত ছিল। হেডলিকে ভারতীয় ভিসা পেতে সাহায্য করার পাশাপাশি রানা তার সংস্থার শাখা খোলার অজুহাতে সন্ত্রাসী পরিকল্পনার কাজে সক্রিয় ছিল।
২০০৯ সালে হেডলির গ্রেফতারের পর রানার ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে আসে এবং ২০১১ সালে যুক্তরাষ্ট্রে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে রানা লস এঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছে। রানা একাধিক মার্কিন ফেডারেল আদালতে নিজের প্রত্যর্পণের বিরুদ্ধে মামলা করলেও সব ক্ষেত্রেই পরাজিত হয়। ২০২৪ সালের ১৩ নভেম্বর সে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন করে, যা সম্প্রতি খারিজ হয়েছে।
১৬৬ জন নিহত এবং শতাধিক আহত হওয়া মুম্বই হামলার বিচার প্রক্রিয়ায় রানার প্রত্যর্পণ ভারতের জন্য একটি বড় পদক্ষেপ। এবার মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর রানাকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। ২০০৮ সালের মুম্বই হামলার ঘটনায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের কাছে প্রত্যর্পণ করার পথে আর কোনও আইনি বাধা থাকল না।
মুম্বাই হামলার মূল চক্রিকেভারতে প্রত্যর্পণে সায় আমেরিকার
