বিদেশি গাড়ির উপর ২৫ শতাংশ স্থায়ী শুল্ক ঘোষণা ট্রাম্পের, সিদ্ধান্ত ঘিরে উঠল প্রশ্ন:

Upload By Jyotirmay Dutta at 27th March 2025 ,1:59 Pm IST

বঙ্গবার্তা ব্যুরো,
বিদেশ থেকে আমেরিকায় আমদানি করা সমস্ত গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আগামী ২ এপ্রিল থেকেই তা কার্যকর হতে চলেছে এবং ৩ এপ্রিল থেকে এই শুল্ক সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের দাবি, নতুন শুল্কনীতির ফলে আমেরিকার গাড়ি উৎপাদন গতি পাবে এবং বছরে রাজকোষে ঢুকবে অতিরিক্ত ১০ হাজার কোটি ডলার।
তবে ইতিমধ্যে আমেরিকার গাড়ি উৎপাদনকারী সংস্থাদের এক সূত্র জানিয়েছে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারীদের ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের ফলে গাড়ি উৎপাদনের খরচ বাড়বে এবং বিক্রি কমবে। দ্য সেন্টার ফর অটোমোটিভ রিসার্চ জানিয়েছে এই নতুন নীতির ফলে গাড়ির দাম অনেকটাই বেড়ে যাবে।
ট্রাম্পের এই নীতির ফলে বিপদে পড়তে পারে ভারতের টাটা মোটরস কিংবা রয়্যাল এনফিল্ড-এর প্রস্তুতকারক আইশার মতো বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ রফতানিকারী সংস্থা।কারণ ভারতীয় সংস্থাগুলি ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চিনে গাড়ির যন্ত্রাংশ রফতানি করে এবং যেখান থেকেই সরাসরি আমেরিকায় গাড়ি সরবরাহ করা হয়। ফলে বড় ধাক্কা খাবে গাড়ির ব্যবসা।পাশাপাশি এই নীতির ফলে আমেরিকার সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া, ক্যানাডা, মেক্সিকো, জার্মানি-সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

13:54