পীযূষ চক্রবর্তী,
বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার সাত দিনের মাথায় আসানসোল থেকে ইন্দল যাদব নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ।
সপ্তাহ খানেক আগে বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতা। তিন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে গুলি করে। ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই ইন্দল। পর থেকেই সে পলাতক ছিল।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর দেশের বাড়ি বিহারের সিওনে গা ঢাকা দেয় ইন্দল। সেখানে তদন্তকারীরা হানা দিতেই সে আসানসোলে পালিয়ে আসে। তবে শেষরক্ষা হয়নি। আসানসোল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আগামিকাল, শনিবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার
