শর্ত সাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, কুন্তল ঘোষের পর, এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর হল কালীঘাটের কাকুর। শুক্রবার ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর হয় হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ এদিন তাঁর জামিন মঞ্জুর করেছেন। তবে জেলমুক্তি হলেও, তাঁকে দেওয়া হয়েছে বেশকয়েকটি  শর্ত। শুক্রবার আদালত জানিয়েছে তাঁকে জমা রাখতে হবে পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবাংলার বাইরে যেতে পারবেন না। মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। মামলার সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।