বঙ্গবার্তা ব্যুরো,
যেখানে মানুষ, এখন সেখানেই প্লাস্টিক।প্লাস্টিক ছাড়া আমাদের জীবন এখন প্রায় অচল। কিন্তু এই প্লাস্টিকই আমাদের শরীরের জন্য ডেকে আনছে বড় বিপদ। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্কে একটি নির্দিষ্ট হারে মাইক্রোপ্লাস্টিক জমা হচ্ছে। এর বৃদ্ধির পরিমাণ দেখে গবেষকরা হতবাক। এই মাইক্রোপ্লাস্টিক থেকে কী কী বিপদের আশঙ্কা রয়েছে, তাও শুনিয়ে দিয়েছেন তাঁরা।
ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর বিজ্ঞানীদের মতে, গত আট বছরে মস্তিষ্কে প্লাস্টিক জমার হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে একটি পরীক্ষার পর ২০২৪ সালে আবার সেই একই রোগীদের মস্তিষ্ক পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কে কমপক্ষে ৭ গ্রাম মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। যা সত্যিই উদ্বেগের।
আমরা খাবারের পাত্রে যে ধরনের প্লাস্টিক ব্যবহার করি সেগুলিই মস্তিষ্কে পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। মস্তিষ্কে প্লাস্টিক জমলে কী কী বিপদ হতে পারে? গবেষকদের মতে, প্লাস্টিকের কণা স্মৃতিশক্তি কমে যাওয়া থেকে শুরু করে অ্যালঝাইমার্সের মতো বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। মাইক্রোপ্লাস্টিক ইনসুলিনের ক্ষরণে প্রভাব ফেলে, যা ডায়াবেটিসসহ নানা রোগের কারণ হতে পারে।