বঙ্গবার্তা ব্যুরো,
মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দেয়। ভারতীয় মহিলা দল এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হল। ২০২৩ সালে তারা ইংলন্ডকে হারিয়ে এই খেতাব জিতেছিল।
ফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে তারা মাত্র ৮২ রানে অল আউট হয়ে যায়।জবাবে বারো ওভারের কম সময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের মেয়েরা।
টসে জিতে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম ব্যাট করার সুবিধে নিতে পারেনি তার। উলটে নিজেরাই চাপে পড়ে যায়।প্রথম থেকেই নড়বড়ে ছিল সাউথ আফ্রিকার দল। নিয়মিত ব্যাবধানে তাদের উইকেট পড়তে থাকে। তাদের মাত্র চার জন ব্যাটার দু অঙ্কের রান পায়। সর্বোচ্চ রান করে ভ্যান ভুরস্ট । তাঁর সংগ্রহ ১৮ বলে ২৩।
ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয় গোঙ্গাদি তৃষা।মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। এরপর ৬ রানে দু উইকেট পারুনিকা সিসোদিয়ার। এ ছাড়াও দুটি করে উইকেট নেন, আয়ুষী শুক্ল, বৈষ্ণবী শর্মা। সাত রান দিয়ে এক উইকেট নেয় শবনম শাকিল।
৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দল এক উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ওপেনার তৃষা ৪৪ রানে অপরাজিত থাকেন।
আবার বিশ্বসেরা ভারতীয় মহিলা দল
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/download-24.jpeg)