সুব্রত হালদার,
মেট্রোতে ফের আত্মহত্যার জেরে সপ্তাহের প্রথম দিনেই চরম দুর্ভোগ পোহাতে হলো নাগরিকদের। এদিন সন্ধ্যায় কবি সুভাষ গামী লাইনে ধর্মতলা স্টেশনে একজন ঝাঁপ দেন। এর ফলে বন্ধ থেকে মেট্রো চলাচল। তবে ধর্মতলা কে এড়িয়ে ব্রেক সার্ভিস চালু হয়।
কিন্তু তাতেও হয়রানি কমেনি মেট্রো যাত্রীদের। আর এই আত্মহত্যার ঘটনাও দেখিয়ে দিল, মেট্রো কতৃপক্ষ যতই অনেক পদক্ষেপ নেবার দাবী করুক, ফাঁক থাকছে নজরদারিতে।
ধর্মতলা মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা
![Metro service disruption due to suicide incident](https://bangobarta.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-23-at-6.58.42-PM.jpeg)