যাদবপুর কাণ্ডের প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে মিছিল বিজেপির

পীযূষ চক্রবর্তী,
যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নবীনা সিনেমা হলের কাছ থেকে শুরু হয় মিছিল। প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর থানা পর্যন্ত গিয়ে পৌঁছয় মিছিলটি। যাদবপুরের সুলেখা থেকে মিছিলটি হবার কথা থাকলেও হাই কোর্টের নির্দেশে তার রুট পরিবর্তন হয়। এদিনের মিছিল থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রদের গ্রেফতারের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এসএফআই সহ বামেদের উৎখাতেরও ডাক দেন। শুভেন্দু ছাড়াও এদিনের মিছিলে হাঁটেন কৌস্তভ বাগচী, ইন্দ্রনীল খাঁয়ের মতো নেতারা।
একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অচলাবস্থার জন্য যেমন এসএফআইকে দায়ী করেন বিরোধী দলনেতা তেমনই তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। উভয়কেই যাদবপুর থেকে বিতাড়িত করার ডাক দেন তিনি। মিছিল থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুদের গ্রেফতারের পাশাপাশি এসএফআই সদস্যদেরও বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার স্লোগান দেওয়া হয়। শুভেন্দু বলেন, ‘১৬ তারিখে আমরা যাদবপুরে নাগরিক কনভেনশন করব। উচ্চমাধ্যমিক শেষ হলে লাগাতার জনজাগরণ করব। এই মাকুদের রাষ্ট্রবিরোধী শক্তিকে উপড়ে ফেলার কাজ ভারতীয় জনতা পার্টিই করবে।’