রাজারহাটে পুকুর ভরাট,রক্ষক ই ভক্ষক

পীযূষ চক্রবর্তী,
ফের পুলিশের বিরুদ্ধে বেআইনি কাজে মদত দেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে উত্তেজনা ছড়াল রাজারহাটে। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদীদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
বেশ কিছুদিন ধরেই রাজারহাট থানার রেকজোয়ানিতে একের পর এক ঝিল ও পুকুর ভরাট করা হচ্ছে রাতের অন্ধকারে। এর ফলে নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়তে পারে। সেই আশঙ্কায় বেশ কিছুদিন ধরে আতঙ্কে রয়েছেন ওই এলাকার লোকজন। বেআইনি পুকুর ও ডোবা ভরাটের বিরুদ্ধে সরব হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার লোকজনের অভিযোগ, পুলিশের পাহারাতেই এই বেআইনি কাজ হচ্ছে। তাদের অভিযোগ, প্রতিবাদ করলেই গ্রেফতারির হুমকি দিচ্ছে পুলিশ। কাকে খুশি করতে পুলিশ বেআইনি কাজকে সমর্থন করছে তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুকুর ভরাট আটকাতে গেলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিএলআরও-র নির্দেশ মেনেই এই কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী বার বার বলছেন, কোনও জলাভূমিই ভরাট করা যাবে না। তারপরও কীভাবে রাতের অন্ধকারে এই বেআইনি কাজ হচ্ছে তার উত্তর চান স্থানীয় লোকজন।

08:16