রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ার বিজ্ঞপ্তি জারি

বঙ্গবার্তা ব্যুরো
বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। নবান্নের তরফে তিন পাতার মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে রাজ্যের সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মচারীদের জন্য অবশ্যই একটা খুশির খবর।
বিজ্ঞপ্তি অনুসারে শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধীনস্থ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় সংস্থার কর্মচারীরাও এই সুবিধা পাবেন। এছাড়া, রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
যারা পঞ্চম বেতন কমিশনের অধীনে রয়েছেন, তাদের মহার্ঘ ভাতা ১৬১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৭১ শতাংশ। রোপা ২০০৯ অনুযায়ী পেনশনভোগীরাও ১৭১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এছাড়াও, দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানো হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
তবে এই বৃদ্ধির পরেও কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র মধ্যে ৩৫ শতাংশের ফারাক থাকছে। এই পার্থক্য নিয়ে কিছু কর্মচারী সংগঠন অসন্তোষ প্রকাশ করেছে এবং ন্যায্য ডিএ-র দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
তবে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আগামী এপ্রিল মাসে পরবর্তী শুনানি রয়েছে। তাদের ন্যায্য দাবী থেকে সরছেন না।

15:02