রাত পোহালেই রথযাত্রা দীঘায় নিজে হাতেই দড়ি ধরে মাপজোক করলেন মুখ্যমন্ত্রী

বঙ্গবার্তা ব্যুরো,
দীঘাতে রথযাত্রার জন্য রোড ম্যাপ তৈরি করলেন মুখ্যমন্ত্রী নিজে। আজ বিকেলে জগন্নাথ মন্দিরে বৈঠকের পর তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারের সঙ্গে পেনসিল ও দড়ি নিয়ে রাস্তার মাপজোক করেন।

দুপুর আড়াইটে নাগাদ রথ যাত্রা শুরু হবে বলে তিনি জানান। বিকেল চারটে নাগাদ তা শেষ হবে। জগন্নাথ মন্দির থেকেই মাসির বাড়ি পর্যন্ত রাস্তায় চলবে না স্থানীয় যানবাহন। রথযাত্রার জন্য আগত পর্যটকদের পাশাপাশি ভক্তরা যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন দর্শনে সুবিধা হয় তাই এই পদক্ষেপ।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ও জেলাশাসক উভয়েই হাজির ছিলেন এদিন।

15:25