বঙ্গবার্তা ব্যুরো,
সাউথ কলকাতা ল কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতারের ১৪ ঘণ্টা পর লালবাজার থেকে মুক্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সারারাত আটকে থেকে ছাড়া পেলেন ৩৫ জন কার্যকর্ত।
কসবা ল কলেজের ভিতরে গার্ড রুমে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে গতকাল গড়িয়াহাট থেকে গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা সমর্থকদের। তাদের লালবাজারে এনে আটকে রাখা হয়। গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লালবাজারের সামনে প্রতিবাদ অবস্থান করেন বিজেপি কাউন্সিলর ও সমর্থকরা। রাত সাড়ে বারোটা নাগাদ তিন বিজেপি কাউন্সিলর কে গ্রেফতার করে মুচিপাড়া থানায় নিয়ে আসে পুলিশ।
লালবাজার থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন তাদের ব্যাক্তিগত বেল বন্ডে জামিন নেবার জন্য পুলিশ অনুরোধ করলেও তারা জামিন নেননি।আজ থেকে গণধর্ষণের প্রতিবাদে জামিন প্রত্যাখ্যান আন্দোলনের ডাক দেন তিনি। আজ রাজ্য জুড়ে গণধর্ষনের বিরুদ্ধে মোমবাতি মিছিল ও কাল থানার সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

