বঙ্গবার্তা ব্যুরো,
চারদিন চরম দূর্ভোগের শেষে চালু হলো বালিব্রীজ দিয়ে যান চলাচল । নিত্যযাত্রীদের মুখে হাসি ফুটল। ২২ তারিখ রাত থেকে বন্ধ করা হয় ব্রীজ। জরুরি মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল। বন্ধ ছিল সি সি আর ব্রীজটি ও। এই জোড়া ধাক্কায় ব্যাপক প্রভাব পড়ে ট্রেন চলচলের ওপর। প্রায় ১০০ ঘন্টা ট্রেন পরিষেবা বাতিল করা হয়। হয়্রানির একশেষ হতে হয়েছিল নিত্য যাত্রীদের। ফের ব্রিজ খুলে যাওয়ায় এখন স্বস্তি মিলল।
বালি ব্রিজ সংস্কারের জন্য যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রেল কর্তৃপক্ষ সোমবার ভোর রাত পর্যন্ত কাজ চালিয়ে সব কিছু স্বাভাবিক করে। দ্রুত কাজ শেষ করার জন্য প্রায় ১০০০ হাজার কর্মী নিয়োগ করা হয়। পুরনো গার্ডার বাদ দিয়ে নতুন গার্ডার বসানো হয়েছে।ফলে ব্রীজের স্থায়িত্ব আরও বাড়বে বলে মনে করছেন ইন্জিনিয়াররা।