শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে কয়েক লাখ টাকার প্রতারণা, লেকটাউন থেকে গ্রেফতার ১

বঙ্গবার্তা ব্যুরো,
শেয়ার বাজারে বিনিয়োগের সকল ব্যবস্থা করে টাকা ফেরতের প্রলোভন দেওয়া হয়েছিল অনিমেষ তা নামে এক ব্যক্তিকে। কিন্তু টাকা দিয়ে পরে বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে উত্তর কলকাতার লেকটাউন থেকে মৈনাক বাগচী নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর,
নিউটাউন এর বাসিন্দা অনিমেষ তা এর কাছে জানুয়ারি মাসে একটি ফোন আসে। বলা হয় শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জনের সুযোগ আছে।প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে ১৮ লাখ টাকা নেওয়া হয়। প্রথমে একটি টেলিগ্রাম গ্রূপে এড করানো হয়। এরপর একটি লিংক পাঠানো হয়। সেখানে যোগ দিয়ে দেখতে পান সেখানে ট্রেডিং হচ্ছে। কিন্তু যখন টাকা তুলতে যান তখন বাড়ে বাড়ে তার কাছে টাকা চাওয়া হচ্ছিলো। দেখানো হচ্ছিলো টাকা ইনভেস্ট করলে তবে টাকা তোলা যাবে। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছে। এরপর বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ওই ব্যক্তি। পুলিশ তদন্তে নেমে মৈনাক বাগচীকে গ্রেফতার করে।
তার সাথে আরো কারা যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

08:31