সংসদে দ্রুত জনগণনার দাবী তুললেন সনিয়া গান্ধী

বঙ্গবার্তা ব্যুরো,
যত দ্রুত সম্ভব জনগনণা করা হোক। সোমবার সংসদে এই দাবী তোলেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী। তিনি বলেন ২০১১ পর এই গণনার কাজ না হওয়ায় দেশের ১৪ কোটি মানুষ খাদ্য সুরক্ষা আইনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, ২০১৩ সালে ইউপিএ সরকারের আমলে এই ন্যাশানাল ফুড সিকিউরিটি আইন চালু করা হয়। যার উদ্দেশ্য ছিল গরিব মানুষকে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া। এই আইনের বলে যাঁরা এই সুবিধা পাচ্ছেন তাঁরা ২০১১ সালের জন গণনার ভিত্তিতে পাচ্ছেন। ২০১১ সালের পর এই গণনার কাজ না হওয়ায় প্রায় ১৪ কোটি মানুষ এই আইনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন সনিয়া। তার দাবী জাতীয় খাদ্য সুরক্ষা আইন কোনও দান বা খয়রাতির বিষয় নয়, এটা দেশের মানুষের মৌলিক অধিকার। এই মুহূর্তে সরকার উপভোক্তাদের প্রতি মাসে ৫ কেজি করে খাদ্য শস্য দেয়। সনিয়ার অভিযোগ স্বাধীনতার পর এই প্রথম দেশে জনগণনার কাজ চার বছর ধরে আটকে রয়েছে।২০২১ সালে এই গণনার কাজ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে সরকার স্পষ্ট করে কিছু জানায় নি। বাজেট বক্তৃতা শুনে মনে করা হচ্ছে জনগণনার কাজ এ বছর হতে পারে।